ইমান খোয়ানোর ১০ কারণ | মুহাম্মাদ বিন আবদুল-ওয়াহ্‌হাব

পাঠক১০ টি কারণে আপনার ইসলাম বাতিল হবে।

  • প্রথমটা হলো আপনি যদি আল্লাহর সাথে আনুগত্যে কাউকে শরিক করেন। সুমহান আল্লাহ বলেছেনআল্লাহ তাঁর সাথে কাউকে শরিক করলে কক্ষনো ক্ষমা করেন না। তবে এরচে কম কিছু হলে তিনি যাকে ইচ্ছে ক্ষমা করেন।﴿ [৪:১১৬] তিনি অন্য জায়গায় বলেছেনযে আল্লাহর সাথে কাউকে সঙ্গী জুড়বেআল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন। তার বাস হবে নরকে। দুরাচারীদের কোনো মদদগার নেই।﴿ [৫:৭২] এই ধরনের যে-কাজগুলো করলে আপনার ইমান থাকবে না তার মধ্যে আছে আল্লাহ ছাড়া অন্য কারও উদ্দেশ্যে পশুপাখি জবাই। যেমন যদি কোনো জিন বা কবরের উদ্দেশ্যে করেন।
  • আপনি যদি আল্লাহ আর নিজের মধ্যে কাউকে মধ্যস্থতাকারী বানানতার কাছে প্রার্থনা করেনতার কাছে চানতার ওপর আস্থা রাখেনআলিমদের সবার মতে তা হলে আপনি অবিশ্বাসী।
  • আপনি যদি বহু ঈশ্বরপূজারিদের অবিশ্বাসী না বলেনবা তাদের অবিশ্বাসী হওয়া নিয়ে সন্দেহ রাখেনবা তাদের এইসব কাজকর্মে সায় দেন তা হলে অবিশ্বাসী।
  • যদি মনে করেন নবি মুহাম্মাদের দিকনির্দেশনার চেয়ে অন্য কোনো দিকনির্দেশনা পূর্ণাঙ্গবা তাঁর রায়-ফায়সালার চে অন্য কারও রায়-ফায়সালা ভালোযেমন কেউ নবিজির বিধানের চে তাওয়াগিত‘-এর বিধান পছন্দ করেতা হলে আপনি অবিশ্বাসী।
  • নবি সা. যেসব নিয়ে এসেছেনআপনি যদি সেগুলো অপছন্দ করেআপনি তা হলে ওগুলো মোতাবেক কাজ করলেও অবিশ্বাসী।
  • আপনি যদি নবিজির ধর্ম নিয়ে মশকরা করেনবা আল্লাহর পুরস্কার কিংবা শাস্তি নিয়ে টিটকারি করেনআপনি অবিশ্বাসী। সুমহান আল্লাহর এই বাণী এর প্রমাণ: ওদের বলো, ‘তোমরা কি আল্লাহতাঁর আয়াত বা তাঁর বাণীবাহককে নিয়ে হাসাহাসি করছকোনো অজুহাত দিয়ো না। বিশ্বাস করে তোমরা আবার অবিশ্বাস করেছ।﴿ [৯:৬৫-৬৬]
  • সার্‌ফ কিংবা আত্‌ফের মতো জাদুটোনা। আপনি যদি এই ধরনের জাদুটোনা চর্চা করেনবা এগুলোতে খুশি থাকেনআপনি অবিশ্বাসী। এর প্রমাণআল্লাহ বলেছেনআমরা কিন্তু পরীক্ষা। অবিশ্বাস কোরো না।‘—আগে একথা না বলে ওরা দুজন কাউকে (জাদু) শেখায়নি।﴿ [২:১০২]
  • বহু ঈশ্বরপূজারীদের বিজয়ী করতে চানবা মুসলিমদের বিরুদ্ধে তাদের মদদ দেন। এর প্রমাণআল্লাহ বলেছেনযারা তাদের সহযোগী বানাবেতারা তাদেরই একজন। আল্লাহ কখনো দুরাচারীদের দিশা দেন না।﴿ [৫:৫১]
  • কারও কারও জন্য নবি মুহাম্মাদের শারিআর বিরুদ্ধে যাবার অনুমোদন আছেএমনটা যদি ভাবেনযেমন মুসা নবির শারিআর বিরুদ্ধে খাজির গিয়েছিলআপনি অবিশ্বাসী।
  • আল্লাহর ধর্ম থেকে যদি মুখ ফেরানএটা সম্বন্ধে না শেখেনএটা মোতাবেক না চলেন। এর প্রমাণমহান আল্লাহ বাণীযাকে তার প্রভুর বাণী মনে করিয়ে দেয়ার পরও সে মুখ ফেরায় তার চে বড় জালিম আর কেআমি অবশ্যই দুষ্কৃতিকারীদের উচিত সাজা দেব।﴿ [৩২:২২]

ওপরের যে-কাজগুলো করলে আপনার ইমান থাকবে নাসে-কাজগুলো আপনি মজার ছলে করুনকি ইচ্ছে করেবা ভয়েকোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু যদি জবরদস্তির শিকার হয়ে করেন।

ওপর বিষয়গুলো খুবই খতরনাক। হামেশাই ঘটে। আপনার সেজন্য এসব বিষয়ে হুঁশিয়ার হতে হবে। এগুলোতে যেন পিছলে না যান মনে সেই ভয় রাখবেন। যেসব কাজ আল্লাহর ক্রোধ আর শাস্তি আনেআমরা সেসব কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।

আল্লাহ তাঁর সৃষ্টির সেরা মুহাম্মাদতাঁর পরিবার ও সাহাবিদের মর্যাদা বাড়িয়ে দিন। তাঁদের ওপর শান্তির বারিধারা ঝরান।

অনুবাদ: মাসুদ শরীফ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *