কেন জরুরি নিজের একটা ওয়েবসাইট?
ফেইসবুক-ইউটিউব হচ্ছে পরের বাড়ি। মানুষজন পরের বাড়িতে এসে পার্ফম করে। কারও কারও পার্ফরম্যান্সে ফেবু-ইটি টাকাপয়সা দেয়। কেউ ফাও খাটেন। কেউ পয়সা দিয়ে নিজের মাল প্রচার করেন।সবই পরের জায়গায়।প্রশাসন বা জায়গার মালিকের শতভাগ নিয়ন্ত্রণ এখানে। অ্যালগরিদম বলেন বা অ্যাকসেস—সব কিছু অন্যের …