পবিত্রতা বিষয়ে নিচের কাজগুলো বারণ:
- আটকে থাকা পানিতে প্রস্রাব করা বারণ।
- রাস্তায়, লোকজন যেখানে বিশ্রাম নেয়, পানির উৎসে প্রয়োজন সারা বারণ।
- প্রয়োজন সারার সময় কিবলার দিকে বা তার বিপরীত দিকে মুখ করা বারণ। কোনো কোনো আলিম অবশ্য বাসা-বাড়ির ভেতরের টয়লেটে কিবলার দিকে বা বিপরীত দিকে মুখ দেয়ার ভবন অনুমোদন দিয়েছেন।
- ডান হাত দিয়ে মল-মূত্রের জায়গা সাফ করা বা মোছা বারণ।
- হাড্ডি বা গোবর দিয়ে সাফ করা বারণ। হাড্ডি আমাদের জিন ভাইদের খাবার। গোবর তাদের চার-পেয়ে জন্তুর খাবার।
- প্রস্রাব করার সময় পুরুষদের জন্য ডান হাতে গোপন অঙ্গ ধরা বারণ।
- প্রয়োজন-সারতে-থাকা লোককে সালাম দেয়া বারণ।
- ঘুম থেকে উঠে হাত না ধুয়ে কোনো পাত্রে হাত দেয়া বারণ।
তথ্যসূত্র
আত-তানবিহাতুল-জালিয়্যাতু আলা কাসিরি মিনাল-মানহিয়্যাতিল-শারয়িয়্যাহ | শাইখ মুহাম্মাদ সালিহ মুনাজ্জিদ